Wellcome to National Portal
Main Comtent Skiped

Title
ইমাম প্রশিক্ষণের ভর্তি বিজ্ঞপ্তিঃ 13-03-2025
Details

ইমাম প্রশিক্ষণের ভর্তি বিজ্ঞপ্তিঃ

================

পটুয়াখালী জেলার আগ্রহী ইমাম ও মোয়াজ্জেনদের ৪৫ দিনব্যাপী ইমাম প্রশিক্ষণে অংশগ্রহণের জন্য আগামী ০৮/০৪/২০২৫ খ্রিস্টাব্দ তারিখের মধ্যে নিম্ন বর্ণিত কাগজপত্র সহ ইসলামিক ফাউন্ডেশন পটুয়াখালী জেলা কার্যালয়ে যোগাযোগ করার জন্য অনুরোধ করা হলো।

বাছাইয়ের তারিখ ০৯/০৪/২৫ খ্রী বেলা ১১ টা।

প্রশিক্ষণ শুরু ১২/০৪/২০২৫ তারিখ।

মৌখিক সাক্ষাৎকারের সময় সকল কাগজের মূল কপি প্রদর্শন করতে হবে।

ইমাম প্রশিক্ষণ আবেদন করতে প্রয়োজনীয় কাগজপত্রাদি:

★অফিসের নির্ধারিত ফরম পূরণ ।

★ সকল সনদের ফটোকপি সত্যায়িত। কমপক্ষে দাখিল পাশ হতে হবে।

★ জাতীয় পরিচয় পত্রের েফটোকপি সত্যায়িত।

★চেয়ারম্যান কর্তৃক ইমামতির প্রত্যয়ন।

★দুই কপি পাসপোর্ট সাইজের ছবি সত্যায়িত।

★করোনা টিকার সনদ।

Attachments
Publish Date
13/03/2025
Archieve Date
31/10/2025