Wellcome to National Portal
Main Comtent Skiped

সিটিজেন চার্টার

 

ইসলামিক ফাউন্ডেশন পটুয়াখালী জেলা কার্যলয়ের মাধ্যমে পরিচালিত কার্যক্রমঃ

 

 

১। বাস্তবায়িত অনুষ্ঠানঃ

* শিক্ষা প্রতিষ্ঠানভিত্তিক সাংস্কৃতিক অনুষ্ঠান (জাতীয় শিশু-কিশোর প্রতিযোগিতা)ঃ জেলার সকল উপজেলায়  প্রতি বছর শিক্ষা প্রতিষ্ঠান ভিত্তিক  ১টি ও জেলা সদরে ১টি করে সাংস্কৃতিক প্রতিযোগিতা তিনটি গ্রুপে যথাক্রমে ‘‘ক’’গ্রুপ-১ম থেকে ৭ম শ্রেণী পর্যন্ত ছাত্র-ছাত্রী, ‘‘খ’’ শুধু ছাত্র-৮ম থেকে ১০ম শ্রেণী পর্যন্ত এবং ‘‘খ’’  শুধু ছাত্রী -৮ম থেকে ১০ম শ্রেণী পর্যমত ক্বিরাত, আযান,ইসলামী সংগীত( হামদ-নাত), উপস্থিত বক্তৃতা, ইসলামী জ্ঞান ও রচনাসহ মোট ৭টি বিষয়ে প্রতিযোগিতা অনুষ্ঠিত হয় ।  প্রতিযোগিতা  প্রথম, দ্বিতীয় ও তৃতীয় স্থান অর্জনকারীদের পুরস্কার  প্রদান করা হয় । এ প্রতিযোগিতা,উপজেলা,জেলা,বিভাগ ও জাতীয় পর্যায়ে অনুষ্ঠিত হয় ।

* ১৫ আগষ্ট জাতীয় শোক দিবস উপলক্ষে  বিষয় ভিত্তিক ‘‘রচনা প্রতিযোগিতা এবং  জাতীয় হিফজ প্রতিযোগিতাঃ

 

উপজেলা পর্যায়ে ক,খ ও গ এই তিনটি গ্রুপে বিষয় ভিত্তিক ‘‘রচনা প্রতিযোগিতা এবং  জাতীয় হিফজ প্রতিযোগিতা অনুষ্ঠিত হয় ।

 

*   জাতীয় ও ধর্মীয় গুরুত্বপূর্ন দিবসঃ

 

২১ ফেব্রয়ারী আন্তর্জাতিক মাতৃভাষা দিবস, ২৬ মার্চ স্বাধীনতা দিবস, ১৬ ডিসেম্বর বিজয় দিবস ১৪ নভেম্বর  শহীদ বুদ্ধিজীবি দিবস, শব-ই- মেরাজ, শব-ই- বরাত ও শব-ই-কদর সহ সকল জাতীয় ও গুরুত্বপূর্ন দিবস সমূহ যথাযথ মর্যাদায় পালন ও  মসজিদে মসজিদে দোয়া অনুষ্ঠান করা হয় ।

 

 * ঈদে মিলাদুন্নবী (সঃ) উদযাপনঃ

 ঈদে মিলাদুন্নবী (সঃ) উদযাপন উপলক্ষে জেলা  পর্যায়ে ১টি সেমিনার ও ১টি আলোচনা সভা/ ওয়াজ মাহফিল  আয়োজন করা হয় ।

* পবিত্র রমজান উদযাপন উপলক্ষে তাফসীরুল কুরআন মাহফিলঃ

পবিত্র রমজান উদযাপন উপলক্ষে  প্রতি রমজান মাসে প্রতি উপজেলায় ১টি এবং জেলায় কমপক্ষে ৩টি  তাফসীর মাহফিল অনুষ্ঠিত হয় ।

 *ইসলামের মৌলিক শিক্ষা বিষয়ক কোর্সঃ

 

ইসলামের মৌলিক শিক্ষা বিষয়ে এস,এস,সি ও দাখিল  পরীক্ষা-উত্তর ২৫ জন ছাত্র ও ২৫ জন ছাত্রীর ভিন্ন ২টি কোর্স  আয়োজন করা হয় ।

 

 * মহিলা অনুষ্ঠানঃ

 জেলা পর্যায়ে প্রতি বছর কমপক্ষে ৩টি মহিলা অনুষ্ঠান( মহিলা সাহাবীদের জীবনী আলোচনা) অনুষ্ঠিত হয় ।

 

*  ১৭ মার্চ  জাতির জনক বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান-এর  জন্ম  দিবস ও জাতীয় শিশু দিবসঃ

জাতির জনক বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান-এর  জন্ম দিবস ও জাতীয় শিশু দিবস উপলক্ষে ১৫ মার্চ  জেলার সকল উপজেলার প্রাথমিক ও মাধ্যমিক পর্যায়ের শিক্ষা প্রতিষ্ঠান ভিত্তিক কুইজ প্রতিযোগিতা এবং ১৭ মার্চ উপজেলা পর্যায়ে সকল প্রতিষ্ঠান থেকে  ২টি গ্রুপে ১ম,২য় ও তৃতীয় স্থান অধিকারীদের নিয়ে উপজেলা পর্যায়ে ‘‘রচনা’’ প্রতিযোগিতা ও শিশুমঞ্চ অনুষ্ঠানের আয়োজন করা হয় ।

*  ২২ মার্চ ইসলামিক ফাউন্ডেশন প্রতিষ্ঠা বার্ষিকীঃ

২২ মার্চ ইসলামিক ফাউন্ডেশন প্রতিষ্ঠা বার্ষিকী উপলক্ষে উপজেলা পর্যায়ে মডেল রিসোর্স সেন্টার  কাম উপজেলা সাব অফিসে, জেলা অফিসে  বড় পর্দায় মনানীয় প্রধান মন্ত্রী মহোদয়ের  উপস্থিতিতে প্রতিষ্ঠা বার্ষিকীর অনুষ্ঠান একযোগে বিটিভি ও বিটিভি ওয়ার্ডে  সরাসরি সম্প্রচারিত অনুষ্ঠান দেখানো হয় ।

২। জেলা লাইব্রেরীঃ

জেলা লাইব্রেরীতে কুরআন, হাদীস, মাসয়ালা-মাসায়েল,অভিধান, উচ্চ মাধ্যমিক পর্যায়ে পাঠ্য বই, পারিবারিক আইন সহ সকল প্রকার বই পাঠকদের জন্য রয়েছে ।

 

 

 

৩।ইমাম প্রশিক্ষণঃ

*  ৪৫দিন ব্যাপী নিয়মিত ইমাম প্রশিক্ষণ * * প্রশিক্ষণপ্রাপ্ত ইমামদের নিয়ে ১০দিন ব্যাপী রিফ্রেসার্স প্রশিক্ষণ কোর্স  *** প্রশিক্ষণ প্রাপ্ত ইমামদের মধ্য থেকে লিখিত ও মৌখিক পরীক্ষার ভিত্তিতে শ্রেষ্ঠ  ইমাম উপজেলা,জেলা,বিভাগ ও জাতীয় পর্যায়ে বাছাই করণ ও পুরস্কার প্রদান। **** প্রশিক্ষণ প্রাপ্ত ইমামদের মধ্য থেকে শ্রেষ্ঠ খামার প্রতিষ্ঠাকারী ইমাম উপজেলা,জেলা,বিভাগ ও জাতীয় পর্যায়ে বাছাই করণ ও পুরস্কার প্রদান।

৪। মসজিদ পাঠাগার স্থাপন ঃমসজিদ পাঠাগার স্থাপন প্রকল্পে মাধ্যমে অত্র জেলার সকল উপজেলায় ৪৯০টি সাধারণ মসজিদ পাঠাগার, ১টি জেলা মডেল ও ৭টি উপজেলা মডেল মসজিদ পাঠাগার স্থাপন করা হয়েছে ।  সকল মসজিদ পাঠাগারে কুরআন, হাদীস, মাসয়ালা-মাসায়েল,অভিধান, মৎস্য চাষ, পোষাক তৈরী, রান্না-বান্নার , পারিবারিক আইন সহ সকল প্রকার বই পাঠকদের জন্য রয়েছে । এসকল বই পরে প্রত্যন্ত অঞ্চলের সাধারণ মানুষ উপকৃত হচ্ছে ।

 

৫। সরকারী ব্যবস্থাপনায় হজ্জঃপটুয়াখালী জেলায়  সরকারী ব্যবস্থাপনায় গমনেচ্ছু হাজী সাহেবদের পরামর্শ ও সহযোগিতা প্রদান করা হয় ।  বিস্তারিত জানার জন্য ইসলামিক ফাউন্ডেশন পটুয়াখালী জেলা কার্যালয়ে সরাসরি অথবা ৬২১২৫, ০১৭১৬৮৭৯৩০৩, ০১৭১৬৬৯২৭৭৭, ০১৭১৬৪২৬৩৭৭, ০১৭২১৪২৯৯৫৩ নম্বরে  এবং www.hajj.gov.bd ওয়েব সাইটে যোগাযোগ করার জন্য  অনুরোধ করা হলো।

 

৬।যাকাতঃসরকারী যাকাত তহবিলে যাকাত সংগ্রহ ও প্রধান কার্যালয়ে প্রেরণ করা হয় । প্রধান কার্যালয় থেকে  প্রাপ্ত যাকাতের অর্থ  দুঃস্থ,বিধবা ও গরীব মেধাবী ছাত্রদের মধ্যে সেলাই মেশিন,চিকিৎসা সাহায্য, আর্থিক সাহায্য ও ছাত্র বৃত্তি হিসাবে  বি্তরণ করা হয় ।   এছাড়া যাকাতের অর্থে নার্সারী সহায়তা কর্মসূচীর আওতায়  ইমাম সাহেবদের আর্থিক সহায়তা প্রদান করা হয় ।

 

৭।ইমাম ও  মুয়াজ্জিন কল্যাণ ট্রাস্টঃ

ইমাম ও মুয়াজ্জিন কল্যাণ ট্রাস্টের  মাধ্যমে প্রতি মাসে ১০ টাকা হারে চাঁদা সংগ্রহ করা হয় । সংগৃহীত চাঁদার টাকা প্রধান কার্যালয়ে প্রেরণ করা হয় । প্রধান কার্যালয় থেকে প্রক্রিয়া করে  ইমুকট্রার সদস্যদের মধ্যে আর্থিক সাহায্য ও বিনা সুদে ঋণ বিতরণ করা হয় । অত্র জেলা এপর্যন্ত সদস্য সংখ্যা ৩,৪০৭ জন ।

 

 

৮।বই বিক্রিঃঅত্র কার্যালয়ে একটি বই বিক্রয় বিভাগ রয়েছে । উক্ত বই বিক্রয় কেন্দ্রে  তিন হাজার টাইটেলের বই মজুদ রয়েছে। বিক্রয় লক্ষমাত্রা অর্জনের জন্য বিভিন্ন মাধ্যমে প্রচারনা চালান হচ্ছে ।  এব্যাপারে জেলা প্রশাসক মহোদয়ের সহযোগিতা কামনা করছি ।

 

৯। আই সি টি সেলঃ ইসলামিক ফাউন্ডেশন প্রধান কার্যালয়ের কার্যক্রম ডিজিটালাইজেশন করার লক্ষ্যে আই সিটি সেল এর কার্যক্রম চলমান রয়েছে। এর মধ্যে উল্লেখযোগ্য হলো বাংলাদেশের সকল মসজিদের তথ্য অনলাইনে প্রস্ত্তত করণ। যার কাজ সমাপ্তির পথে। কার্যালয়ের ওয়েব সাইট  www.islamicfoundation.patuakhali.gov.bd

        ইসলামিক ফাউন্ডেশন পটুয়াখালী জেলা কার্যালয়ের তথ্য জেলা ওয়েব পোর্টাল www.patuakhali.gov.bd এ হাল নাগাদ করা হয়েছে। যে কোন তথ্য আদান-প্রদানের জন্য E-mail:ddifaptk@gmail.com ব্যবহার করা যেতে পারে।

  ১০। মসজিদভিত্তিক শিশু ও গণশিক্ষা কার্যক্রম ঃ মসজিদভিত্তিক শিশু ও গণশিক্ষা কার্যক্রম প্রকল্পের আওতায় শিশুদের মাঝে মৌলিক ও ধর্মীয় জ্ঞান প্রসারের লক্ষ্যে জেলায়  ৩৮৮ টি প্রাক-প্রাথমিক এবং ২০০ টি পবিত্র কুরআন শিক্ষা কেন্দ্র ও ১২টি বয়স্ক শিক্ষা কেন্দ্র সহ মোট-৬০০ট কেন্দ্র চলমান রয়েছে।  জনগণের মধ্যে সচেতনতা ও পাঠ্যভাস সহ, নৈতিক মানসম্পন্ন জাতি গঠনের লক্ষ্যে ২৫টি রিসোর্স সেন্টার(লাইব্রেরী ) চালু রয়েছে। শিক্ষা কার্যক্রম যথারীতি সন্তোষজনকভাবে চলমান রয়েছে। প্রতি উপজেলায় ১জন করে ফিল্ড সুপারভাইজার, ১ জন করে মডেল কেয়ার টেকার ও সাধারণ কেয়ারটেকারগণ প্রতিদিন পর্য়য়াক্রমে উক্ত শিক্ষা কার্যক্রম নিয়মিত পরিদর্শন করেন। এছাড়াও জেলা পর্যায় থেকে উপ-পরিচালক, সহকারী পরিচালক, ফিল্ড অফিসার ও মাস্টার ট্রেইনার বিভিন্ন সময়ে উক্ত কার্যক্রম পরিদর্শন ও মনিটরিং করেন।

 

* ক্লাস্টার/সাব ক্লাস্টার প্রশিক্ষণঃউক্ত প্রকল্পের কেন্দ্র শিক্ষকদের দক্ষতা বৃদ্ধি, পাঠদান কৌশল, মডেল পাঠ উপস্থাপনের জন্য এবং সরকারী বিভিন্ন কার্যক্রম যেমন- যৌতুক, নারী নির্যাতন, বাল্য বিবাহ, মাদকাশক্তি, সন্ত্রাস ও জঙ্গিবাদ নিরসনে জনগনকে সচেতন করার লক্ষ্যে শিক্ষক/ইমাম সাহেবদের প্রত্যেক মাসে ধারাবাহিক ৩৬ টি ক্লাস্টার/সাব-ক্লাস্টারে মাস্টার ট্রেইনার কর্তৃক ডিজিটাল পদ্ধতিতে প্রজেক্টরের মাধ্যমে নিয়মিত প্রশিক্ষণ কার্যক্রম চলমান রয়েছে। 

 

 

 

জাতীয় শিশু-কিশোর প্রতিযোগিতা :

 

*ইসলামের মৌলিক শিক্ষা বিষয়ক কোর্সঃ

 *শিক্ষা প্রতিষ্ঠান ভিত্তিক  সাংস্কৃতিক অনুষ্ঠান

*   জাতীয় ও ধর্মীয় গুরুত্বপূর্ন দিবসঃ

* ১৫ আগষ্ট জাতীয় শোক দিবস উপলক্ষে  বিষয় ভিত্তিক ‘‘রচনা প্রতিযোগিতা এবং  জাতীয় হিফজ প্রতিযোগিতাঃ

*   জাতীয় ও ধর্মীয় গুরুত্বপূর্ন দিবসঃ

 * ঈদে মিলাদুন্নবী (সঃ) উদযাপনঃ

*  ১৭ মার্চ  জাতির জনক বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান-এর  জন্ম  দিবস ও জাতীয় শিশু দিবসঃ

*  ২২ মার্চ ইসলামিক ফাউন্ডেশন প্রতিষ্ঠা বার্ষিকীঃ

* মসজিদ পাঠাগার স্থাপন প্রকল্পঃ

* ইমাম প্রশিক্ষণঃ

*মানব সম্পদ উন্নয়নে ধর্মীয় নেতাদের সম্পৃক্তকরণ প্রকল্পঃ

* এল,ও,আই  প্রশিক্ষণঃ

* সরকারী যাকাত তহবিল:

* ইমাম-মুয়াজ্জিন কল্যান ট্রাস্টঃ

* ডিজিটাল আর্কাইভ স্থাপন প্রকল্পঃ

* বিক্রয় বিভাগঃ

* চাঁদ দেখা অনুষ্ঠানঃ

* মসজিদভিত্তিক শিশু  ও গণশিক্ষা কার্যক্রম প্রকল্পঃ

* মাস্টার ট্রেইনার কর্তৃক শিক্ষক প্রশিক্ষণঃ

* সরকারী হজ্জ ব্যাবস্থাপনা: